hory
------------তুই আমার----------- ----------পর্ব-১০-------- #nikhoj_bhalobasha আমার ক্লাস ৫তলায় ৪তলাই উঠতেই কেউ বলে উঠল.... •••••••হেই মায়াপরী???•••••• আমি বুঝার চেষ্টা করছি কাকে বলছে মায়াপরী অপর পাশের লোকটি..??? আমাকে....!!! আমার নাম তো মায়াপরী না আমার নাম তো মেহেক...আর তূর্য তো মায়াবতী বলে ডাকে মায়াপরী তো বলে না.... কে তাহলে ডাক দিল কি উুটকো ঝামেলা রে আর ভালো লাগে না এদের জ্বালায়😤😤😤😤....এক রাশ হতাশা আর বিরক্তি নিয়ে আমি পিছনে ঘুরতেই আমি থথথথ😲😲😲.....আরে এই টা তো ঐ ফাজিল ছেলেটা😡😡😡 যার সাথে ঐ দিন মলে ধাক্কা খেয়েছিলাম ঐ দিন আমার দিকে কেমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে ছিলো..!!আবার আজকে মায়াপরী বলে ডাকছে😤😤😤 দেখাচ্ছি মজা চান্দু এমন কথা কমু তোমার কানটা আর নিজের কাছে থাকবো না 😂😂....... নবীন : হেই মায়াপরী তুমি এখানে... ওয়েট ওয়েট ওয়েট..এটি আমাদের ইমেজিনিশেন অর রিয়েলিটি😲😲😵😵 ঐ মিয়া ঐ আপনে কি চোখে দেখেন না...?? নাকি জেগে জেগে স্বপ্ন দেখেন..!!!নিশ্চয়ই আপনি পাগল,,,,,,তা নাহলে এমন কথা বলে আর তার চেয়েও বড় কথা আপনে এইখানে কি করেন জানেন না এটা গার্লস কলেজ লুচু কোথাকার আসছেন তো আসছে...